চকরিয়ায় ভবনের ছাদে বিদ্যুতের তার, গৃহপরিচারিকার মৃত্যু

খবর ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় তিন তলা ভবনের ছাদের ওপর দিয়ে চলমান বিদ্যুতের তারে জড়িয়ে ১ গৃহপরিচারিকা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার শিকার হওয়া ওই নারী মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় কথার ছলে অসতর্কাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে চকরিয়া পৌরসভার আর্মিক্যাম্প সড়কের সায়মা প্লাজা নামক ৩তলা ভবনের ছাদের ওপর মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া গৃহপরিচারিকা নারীর নাম আশরাফুল জন্নাত এ্যানি (১৬)। সে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসার ভাড়া বাসায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন। এ্যানির বাড়ি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আমজাখালী গ্রামের মো. শামীমের কন্যা।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বেলা ১টার দিকে মোবাইলে কথা বলার জন্য ছাদের ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের লাইনের পাশে যায় এ্যানি। এ সময় অসতর্কাবশত তারের একেবারে কাছে চলে যায়। সেই মুহূর্তে বিদ্যুতায়িত হয়ে ছাদের ওপর নিথর দেহ পড়ে থাকে।

উল্লেখ্য- কয়েক বছর আগেও বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত তিন তলা এই ভবনের ছাদের উপর খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়। এর পরও ভবনটির ওপর দিয়ে চলমান হাই ভোল্টেজের বিদ্যুত্ লাইনের কারণে চরম ঝুঁকি দেখা দিলেও মালিক পক্ষ কোন ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। এমনকি অতীতের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আইনগত বা দাপ্তরিক পদক্ষেপ গ্রহণ তো দূরের কথা ভবন মালিককেও সতর্ক পর্যন্ত করা হয়নি। এই অভিযোগ স্থানীয় ক্ষুদ্ধ ও সচেতন লোকজনের।

তবে এই বিষয়ে তাতক্ষণিক ভবন মালিকের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি কঠোরভাবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

মন্তব্য করুন