গল্প- ১, আকাশঁ ভাল লাগে

আকাশঁ ভাল লাগে-
মাজিদুল ইসলাম
কুঁড়িগ্রাম, রংপুর।
কেউ একজন এর সাথে এক পড়ন্ত বিকেলে, সুন্দর একটি স্থানে বসে। মনের শুদ্ধতম ভাব প্রকাশ করতেছি, উনি কৌতুহল বসে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে । আর আমি উনার প্রশ্নের উত্তর দিয়েই যাচ্ছি ,,
বেশ ভালোই লাগে উনার কথার উত্তর দিতে।

হঠাৎ করে উনি আমাকে প্রশ্ন করে বসলেন . আপনার পাহাড় ভাল লাগে নাকি সমুদ্র ভালো লাগে .?
উনার এই প্রশ্ন শুনে আমি নীরব হয়ে ভাবছি ।
আর উনাকে বলতেছি আপনি ক্যান আমারে এরকম প্রশ্ন করলেন?
তারপর উনি বলতেছে,
মানুষের তো অনেক কিছু ভালো লাগার থাকে।
কারো আকাশ ভালোলাগে কারো সমুদ্র ভালো লাগে।
তাই আর কি আপনাকে প্রশ্ন করলাম, আকাশ ভালো লাগে নাকি সমুদ্র?
তো এখন বলেন, কোনটা ভালো লাগে আপনার.?

❝উনার প্রশ্নের উত্তরে আমি বললাম,আমার পাহাড় এবং সমুদ্র দুটোই ভালো লাগে না ।
উনি বললো আজব তো…!!!!
তাহলে কি ভালো লাগে আপনার.?
আমি বললাম আমার সবচেয়ে ভালো লাগে আকাশ।
উনি একথা শুনে, আমাকে বললো এত কিছু থাকতে আকাশ ভালো লাগে ক্যান ?
তারপর আমি বললাম,
শুনেন,
উনি বললো :- হুমম বলেন
❝ পাহাড়ের নির্দিষ্ট একটা সীমারেখা আছে।
সমুদ্রেরও একটি নির্দিষ্ট সীমারেখা আছে।
পাহাড় এবং সমুদ্র এর নির্দিষ্ট সীমারেখা ছাড়া কোথাও যেতে পারে না।
আর আমি বলছি আমার আকাশ ভালো লাগে,,
একটু আকাশের দিকে তাকান,
এই বিশাল আকাশের সীমারেখা পুরা পৃথিবী জুড়ে, শত পাহাড় এবং শত সমুদ্রকে আবৃত করে নিয়ে আছে আকাশের বুকে,,
‘পাহাড় কোনদিন বুঝতে পারে না সমুদ্রের ঢেউয়ে মিশে থাকা শত কষ্টের চিৎকার,এবং সমুদ্রও বুঝতে পারে না,পাহাড়ের বুকে কতশত কষ্ট জমানো আঘাত।
কেউ কারো কষ্ট বোঝতে পারেনা ।
অথচ দেখেন এই উদার আকাশ পাহাড় এবং সমুদ্রের কষ্ট বুঝতে পারে।
আমার যখন ভীষণ রকম মন খারাপ হয়, পৃথিবীর কোন কিছুই ভালো লাগেনা।
মনে হয় পুরা পৃথিবী আমাকে মন খারাপের দোহন জ্বালায় তলিয়ে রাখছে।
এত প্রিয় আপনজন কতশত ভালো লাগার কারণ, সবগুলো আজ বিদায় নিয়ে গেছে এই মন খারাপের ক্ষণে,
কেউ যদি বলতো..!
এই মন খারাপের বিষাদে,
আমি আছি আপনার পাশে,
প্লিজ মন খারাপ করে থাকবেন না আর,
এই কথা বলার কেউ নাই।
আমাকে নিয়ে কি নিদারুণ অবহেলা।
বুঝতে চায় না মন খারাপের বিষাদ ব্যাথা।

তখন আমি নীরবে নিভৃতে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকি,হৃদয়ের শত জ্বালাতন এবং হাহাকার কষ্টের দহন,
আমার সব কথা আকাশ শুনে ,এবং কখনো কোনো সময় ব্যস্ততার দোহাই দেয় না।
সমস্ত কথা ব্যক্ত করা যায় আকাশের বুকে।
এই রকম শত মানুষের বুক ফাটা চিৎকার হাহাকার ক্রন্দন, একমাত্র আকাশেই বুঝতে পারে,
এবং রবের দিকে প্রার্থনা করার জন্য আহবান করে,

আসলে আমরা যাদের কে সবচেয়ে বেশির থেকে বেশি
আপন মনে করি,
দিনশেষে তারাই আমাদেরকে কষ্ট দেয়,
এবং এটাও মনে মনে ভাবি,
যদিও কষ্ট দেয় কিন্তু কষ্টের সময় তো তারাই কাছে থাকবে,
কিন্তু আফসোস..!!
মন খারাপের দিনে তাদেরকে পাশে পাওয়া জায় না,
পাশের কেউ বুঝলো না মন খারাপের বিষাদ ব্যাথা ,,
পরিশেষে একটি কথা:
যে আমার মনের ব্যাকুলতা
মন খারাপের শত কথা,,
প্রতিনিয়ত যাকে বলা যায়,
তাকে আমি ভীষণ রকম ভালোবাসি।

মন খারাপের দিনে আকাশের বুকে
শত কথা বলে জাই
প্রিয় আকাশ তোমাকে ঘিরে। আমার ভালো লাগার প্রিয় আকাশ

মন্তব্য করুন