
নূর মিনহাজ উদ্দিন : লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের হাবিবুর রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। সে বর্তমানে লোহাগাড়া উপজেলার ৫ নং কলাউজান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। গত ৫ আগস্ট পেসিষ্ট ও স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর দেশের প্রতি উপজেলায় বিনা ভোটে অবৈধভাবে চেয়ারম্যান ও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া সকলকে বাতিল ও অনেকে পদত্যাগ করেন। এরমধ্যে লোহাগাড়ার কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ পদত্যাগে বাতিল হয়। এরপর উক্ত কলাউজান ইউনিয়নকে সুন্দর ও সুশ্রীংখলভাবে দায়িত্ব পালন করার জন্য উক্ত হাবিবুর রহমানকে নির্ধারন করা হয়। তিনি পূর্বে সততা এবং দক্ষতার সাথে উক্ত কলাউজান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দীর্ঘদিন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কলাউজান ইউনিয়নবাসী সন্তুস প্রকাশ করেন এবং অত্র ইউনিয়নবাসী পূর্বের মত হাবিবুর রহমান সততা ও নিষ্ঠতার মাধ্যমে দায়িত্ব পালন করবে বলে আশাবাদী।