
লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(১৩-১১-২০২৪)ইং
___________________________________
স্নেহমাখা মায়ের পরশে
দুঃখ ঘুচাঁয় মনের,
মিষ্টিসুরের ঔই কণ্ঠে
দুঃখ ভোলায় প্রাণের।
ছোট্টবেলার খেলার সাথী
যৌবনকালের প্রতিষ্ঠার সারথী
বৃদ্ধবেলার পরামর্শদাতা
তিনি আমাদের জনমদুঃখী মা।
আপনজনের মাঝে আপন যিনি
নিঃস্বার্থ পানে পাশে থাকেন,
সন্তানের কল্যাণে আমৃত্যু পযর্ন্ত
জীবনটা তিনি অতিবাহিত করেন।
শত শারীরিক আর মানসিক যন্ত্রণায়
কাটে যার সকাল-সন্ধ্যাবেলা,
তারই মাঝে সন্তানের অসময়ে
সহসা ভরসা দিয়ে যান।
দুনিয়ার সব রঙ্গিলা কথার চেয়ে,
মায়ের রংহীন বাক্যই শ্রেয়;
কৃত্রিম এই চাকচিক্যময় সাজের চেয়ে
মায়ের পরশটাই আমার কাছে প্রিয়।
___________________________________
শিক্ষার্থী:__গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।
ঠিকানা:পশ্চিম এলাহাবাদ,চন্দনাইশ,চট্টগ্রাম।