
গুলে জান্নাত আফরোজ
আমার মগজ চুষে খাচ্ছে পাপ
কোথায় কাহারে জানাই বিলাপ
দেহ ঝলসে জাহান্নামের আগুনে
আর কত জীবন চিত্র অধঃপতনে।
এ পাপ আমার রক্ষিতা, আশ্রিতা
পাপ আমার জাহান্নামের ভক্ষিতা।
হাসতে হাসতে এসেছিল,হায় পাপ
কপাল চোখ ছুঁয়ে নামল অভিশাপ।
শিরা উপশিরায় কলঙ্কের বয়ে ছাপ
জাহান্নাম কাড়িলো শান্তি নেই মাপ
অর্থ রুজি হারাম সবই গেছে উঠে
মরণ দুয়ার খোলা জম এলো ছুটে।
মগজে জাহান্নামের কীর্তি ভাসে
সবাই একই পাপের পাপী হাসে
মুখে নেই তো অনুতপ্ত অনুশোচনা
চোখ ভর্তি ফুটে ঘৃণার মরণ যন্ত্রনা।










