কবিতা:- আজ আর নেই কোনো ইচ্ছা

কবিঃ-এম.কে.জাকির হোসাইন বিপ্লবী!

আমারও তো ইচ্ছা ছিলো
একটি সুখের ঘর বাঁধবো,
যেই ঘরে শুধু তুমি আর আমি থাকবো।

আমারও তো ইচ্ছা ছিলো
একটি সুখের সংসার করবো,
যেই সংসারে কোনো ভালোবাসার অভাব হবে না।

আমারও তো ইচ্ছা ছিলো
নিজের কষ্টগুলোকে
তোমার মৃষ্টি হাসির আড়ালে লুকিয়ে রাখবো।

আমারও তো ইচ্ছা ছিলো
সারাদিন কর্মবাস্ততার মাঝে
তোমার ভালোবাসা অনুভব করবো।

আমারও তো ইচ্ছা ছিলো
তোমাকে নিয়ে স্বপ্নের ডানা মেলে
সুখের আকাশে উড়বো।

যতো ইচ্ছা ছিলো
সবিই তোমাকে নিয়ে,
কারন তোমাকে বড্ড বেশি ভালোবাসি।

হে,আজও তোমাকে ভালোবাসি
মাঝে-মাঝে ইচ্ছে হয় তোমাকে ছুয়ে দেখি,
তোমার বান্ধবীর কাছে শুনেছি
আমাকে ছেড়ে তুমি অনেক সুখি।

তাই আমিও তোমাকে বিরক্ত করি না-
আজ আর আগের মতো কোনো ইচ্ছা নেই,
কারন তুমি আমার থেকে অনেক দূরে।

তুমি কি জানো?
সকল ইচ্ছেরা আমার বিরুদ্ধে অনশন করছে,
কেনো তুমি চলে গিয়েছো জানতে চেয়েছে।

আমার কাছে কোনো জবাব ছিলো না,
কারন তুমি আমাকে বলে যাওনাই
কেনো চলে গিয়েছো।

তবে আমি বোঝে নিয়েছি,
আমি হয়তো তোমার যোগ্য ছিলাম না,
কারন আমি নিঃস্ব, সম্বলহীন এক প্রেমিক।

তবে আমি তোমাকে কোনো কষ্ট দেইনি।
আমার মন খারাপের কারন
কখনও তোমাকে বলিনি,
যদি তুমি কষ্ট পাও।

মন্তব্য করুন