ইসলামি সংগীত:__”জশনে জুলুস”_

কলমে:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(১৬-০৯-২০২৪)ইং
_________________________________
দরুদ পড়ে মনে মনে
আদবের সহিত জুলুস করে,
মুমিনরা খুশিতে মেতে উঠে
শাফায়াত ওয়ালার আগমনে!

নতুন জামা পরিধান করে
হাতে পতাকা,ব্যানার সামনে,
‘মারহাবা’ ধ্বনিতে র্যালি করে
জানান দেয় বিশ্বজুড়ে।
‘সরকারে কায়েনাত’ যে এসেছে ভূবনে!

কামলিওয়ালার আগমন ঘিরে
এলাকা সাজে নবরূপে,
দয়াল নবি(স.) র শান-মান শীর্ষক
প্রচারণা চলে পেস্টুন,ব্যানারে।

আহলান-সাহলান,মারহাবা-মারহাবা
ফিদকা ইয়া রাসুলাল্লাহ,
আহলান-সাহলান,মারহাবা-মারহাবা
ইয়া রাসুলাল্লাহ,ইয়া হাবীবাল্লাহ।
___________________________________
শিক্ষার্থী:__গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন