আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিনিধি : বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আগামীকাল সোমবারের মধ্যে দাবিগুলো না মানা হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আজ রবিবার (১১ মে) বরিশাল নার্সিং কলেজের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশের নার্সিংয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিধারী সরকারি ৩২ টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪ টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৪ দফা দাবিতে আন্দোলন করছিল। তবে ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা। এ সময় দাবি মানার পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসি’র সকল শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। এছাড়া রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। পাশাপাশি আগামীকাল সোমবার (১২ মে) আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথাও জানানো হয়।বা:প্র।

মন্তব্য করুন