
জি জে আফরোজ
আপনার পরানে কি আমারে ঠাঁই দিবেন ?
আপনার দেহানো পথে পথ চলতে দিবেন ?
আমি হারা জনম আপনার দেহানো পথে
আপন নিয়মে চলতে থাকুম।
সূর্য যেমন নিয়ম কইরা উঠে আর অস্ত যায়।
আপনে আমারে রোদ্দুরে ছায়া দিবেন??
আপনারে আঁচলে জড়াইয়া আদর মাখাই দিমু।
ক্লান্ত শরীরটা শান্তির নীরে চইলা যাইব।
আপনার সুন্দর মুখ খানা বসন্তে ফুটে থাকা
ফুলের মত দেইখা চোখ জুড়ামু।
আপনে কি আমার হইবেন??
আপনারে নিয়া যাযাবর সংসার কাটামু
আপনারে নিয়ে ডিঙি নায়ে পাল তুইলা ভাইসা বেড়ামু।
কচুরিপানা ফুলের মতন ঘর সাজামু
মানে চাইয়া চাইয়া দেখবো আর সুখের নীড় খুইজা বেড়াইবো।
আপনার আমার সংসারে খুইজা পাইব, এক বস্তা সুখ।
চিৎকার মাইরা কমু, এই দুনিয়াতে আল্লায়
আমারে এত সুখ কেমনে দিলো?
আল্লায় হাসবে আর কইবো, তুই সুখের প্রদীপ হইয়া জ্বল
তোর সরল মনের অল্পতে তৃপ্তি, আর চোখের মধ্যে কৃতজ্ঞতা।









