আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন আলহাজ্ব মোঃ কামরুজ্জামান পিন্টু

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলা যুবলীগের
সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান পিন্টু। আলহাজ্ব মোঃ কামরুজ্জামান পিন্টু ছাত্র জীবন থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করেন সৃজনশীল রাজনীতির ধারা অব্যাহত রাখছেন। তিনি ভালুকা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন।

করোনা মাহামারিসহ বিভিন্ন সময়ে ভালুকা অসহায় দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। একজন ক্রীড়া সংগঠক ও সামাজিক সংগঠক হিসেবেও তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি সদস্য নির্বাচিত হতে পেরে আলহাজ্ব মোঃ কামরুজ্জামান পিন্টু বলেন, ধর্ম বিষয়ক উপ কমিটিতে ঠাঁই পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও দলের সব নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাবে বলে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটিতে মোট ২১৫ জনকে রাখা হয়েছে। উক্ত কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করা হয়েছে।

মন্তব্য করুন