
খবর ডেস্ক :
আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘ হচ্ছে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অবসর ভেঙে আবার জাতীয় দলে ফেরার বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।
ইনস্টাগ্রামে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই বার্তা দেন ৩৪ বছর বয়সী ক্রুস। আগামী মার্চে প্রীতি ম্যাচ দিয়ে জার্মানি দলে ফিরবেন অভিজ্ঞ এই ফুটবলার।
“মার্চে আবারও আমি জার্মানির হয়ে খেলব। কেন? কারণ কোচ (ইউলিয়ান নাগেলসমান) আমাকে ডেকেছে, আমারও এখন তাই ইচ্ছা। আমি নিশ্চিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যে দল থাকবে, এখন অনেকে যা ভাবছে তাদের দিয়ে এর চেয়ে অনেক বেশি কিছু সম্ভব।”
২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন ক্রুস। কাতার বিশ্বকাপের আগে তার জাতীয় দলে ফেরার কথা উঠলেও সব উড়িয়ে দিয়ে বলেছিলেন, জাতীয় দলের দরজাটা তার জন্য বন্ধই। তবে আরেকটি বিশ্বমঞ্চের আগে সেই দুয়ার খুলে দিলেন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা৷
সব ঠিক থাকলে জার্মানির হয়ে ক্রুসের পরবর্তী ম্যাচ হবে ফ্রান্সের বিপক্ষে, আগামী ২৩ মার্চ। তিন দিন পর আরেকটি প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
জুনে হতে যাওয়া ইউরো-তে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক জার্মানি। অন্য তিন দল স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।