নিউজ ডেস্ক

ভালুকায় বিরুনীয়া নিলামের বাজার উদ্বোধন

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় নিলামের বিরুনীয়া বাজার পহেলা বৈশাখ উপলক্ষে বিরুনিয়া বাজার শুভ উদ্বোধন দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল রবিবার বিকেলে ভালুকা উপজেলার বিরুনীয়ার নিলামের বাজার শুভ উদ্বোধন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন বিরুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদআলী।

গত ২১-৩- ২০২৪ ভালুকা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের উপস্থিতিতে ওই নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। এসময় নিলাম ডাকের প্রতিদ্বন্দ্বীদের মাঝে উপজেলার মাহমুদপুর এলাকার মৃত মুন্তাজ উদ্দীনের ছেলে বদরুল আলম রতন সর্বোচ্চ ডাক ৬১ লাখ টাকা ডাকেন।যার ২৫% ভ্যাট ও ট্যাক্সসহ মোট নিলাম নির্ধারণ হয় ৭৬ লাখ ২৫ হাজার টাকা।ওই নিলাম কার্যকর থাকবে আগামী বায়ান্ন বাজার পর্যন্ত।

এসময় বিরুনীয়া বাজার ইজারাদার বদরুল আলমের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিরুনীয়া বাজার ইজারাদার বদরুল আলম রতন,মুজিবুর রহমান সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিরুনিয়া ইউনিয়ন শাখা,নাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামিক ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখা,আজাহারুল ইসলাম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ বিরুনিয়া ইউনিয়ন শাখা,রফিক ইসলাম রবি ডিলার সভাপতি বিরুনিয়া বাজার বনিক সমিতি,আতাউজ্জামান আলী মাষ্টার, জৈনুদ্দিন মেম্বার, মোহাম্মদআলী সুপার বিরুনিয়া দাখিল মাদ্রাসা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মাষ্টার,বিরুনিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শামসুল হোসাইন।

বিরুনীয়া বাজারের সকল ব্যবসায়ী,বিপুল সংখ্যক লোক সমাগমের উপস্থিতিতে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে বিরুনীয়া বাজারকে একটি আধুনিক স্মার্ট বাজারে পরিণত করার প্রত্যয়ে ইজারাদার সকলের সহযোগিতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে সকলকে মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ এমপি মহোদয়,ভালুকা উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খানের ইতিবাচক সহযোগিতায় কৃতজ্ঞতা জানান বিরুনিয়া বাজারের ইজারাদার কর্তৃপক্ষ।

পাশাপাশি বাংলা পহেলা বৈশাখ উপলক্ষে শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা জানান।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on email

মন্তব্য করুন