tag: ইন্দু কি জওয়ানি সিনেমা ট্রেলার প্রকাশিত হয়েছে। | Trending
Mon. Mar 8th, 2021

আমাদের খবর

খবরের সাথে সব সময়

ইন্দু কি জওয়ানি সিনেমা ট্রেলার প্রকাশিত হয়েছে।

1 min read
ইন্দু কি জওয়ানি সিনেমা

ইন্দু কি জওয়ানি সিনেমা ট্রেলার প্রকাশিত হয়েছে। এর মধ্যেই সেন্সর বোর্ডের কোপে পড়তে হল কিয়ারা আদভানি অভিনীত ‘ইন্দু কি জওয়ানি’ সিনেমা। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের নির্দেশে পাল্টে ফেলা হচ্ছে ছবির একাধিক সংলাপ। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

 

আপত্তি কোথায়? এ্ সিনেমা টিতে বেশ কিছু সংলাপে যৌন ইঙ্গিত রয়েছে। অকথ্য ভাষাও ব্যবহার করা হয়েছে।

সেই সমস্ত সংলাপই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন প্রথমেই একটি সংলাপ ছিল,

আপনে ঘোড়ে কো আস্তাবল মে থোড়ি রাখুঙ্গা।

এতে আপত্তি রয়েছে সিবিএফসি (CBFC) কর্মকর্তাদের। সেই কারণেই সংলাপটি সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে। পরকীয়া প্রসঙ্গে একটি সংলাপও পরিবর্তন করা হয়েছে। অকথ্য কিছু ভাষাও পাল্টে ফেলে তার বদলে গাধা, সন্ত্রাসবাদী শব্দগুলি চরিত্রদের মুখে বসানো হচ্ছে।

 

শুরু থেকে শেষ পর্যন্ত কমেডির মোড়কে ছিল ‘ইন্দু কি জওয়ানি’। বাঙালি পরিচালক আবির সেনগুপ্ত

এর পরিচালনায় সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি। বিপরীতে পাকিস্তানি যুবক

সমরের ভূমিকায় রয়েছেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ খ্যাত আদিত্য শীল। ২০১৯ সালের অক্টোবর মাসে

ছবির শুটিং শুরু হয়েছিল। কোভিড-১৯ পরিস্থিতি না হলে অনেক আগেই তা প্রেক্ষাগৃহে মুক্তি পেত।

নিউ নর্মালে নতুন মুক্তির দিন ধার্য করা হয়েছে ১১ ডিসেম্বর।

 

ডিসেম্বরে প্রকাশ্যে এসেছে ‘ইন্দু কি জওয়ানি’র নতুন গান। বাদশা নিজের কথায় ও সুরে গানটি গেয়েছেন। তাকে সঙ্গ দিয়েছেন আস্থা গিল। গানে কিয়ারা আদভানি ও আদিত্য শীল ছাড়াও রয়েছেন পাঞ্জাবি তারকা গুরু রানধাওয়া।  কিয়ারা আদভানি ইন্সটাগ্রামে নতুন গানের ভিডিওটি শেয়ার করেছেন।