
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর খুলশীর চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মামলার ছায়া তদন্তে ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার এবং ডাকাতি হওয়া প্রাইভেট কার ও সমস্ত মালামাল উদ্ধার করেছে সিএমপির অপরাধ তদন্ত উত্তর-দক্ষিণ বিভাগ।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে উক্ত ডাকাতির ঘটনায় আসামি গ্রেফতার, মালামাল উদ্ধারসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্যসূত্র তুলে ধরেন ডিবি উত্তরের উপ পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, শুক্রবার জুমার নামাজ সময়টা চারিদিকে নিরব থাকায় সে-ই সময়কে কাজে লাগিয়েছে ডাকাত চক্রের সদস্যরা। এ চক্রের সাথে ২জন নারী সদস্য রয়েছে। তাদের মধ্যে ১ নারী সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মূলতঃ সাংবাদিক, ফুড পান্ডা বয় সেজে ওই ফ্লাটে ডাকাতি করেছে এই চক্রের সদস্যরা।








