
নিজস্ব প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১ পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এদের মধ্যে থেকে পুলিশ ৩জনকে আটক করেছে ও একজন পলাতক রয়েছে। এ ঘটনায় কিশোরীর বড় বোন বাদী হয়ে ওই ৪জনকে আসামি করে মামলা করেছেন।
আটককৃতরা হলেন- মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেমন্ত হেডম্যান পাড়ার চোংড়াগোপা এলাকার বাসিন্দা অরুন বিকাশ রোয়াজা এর ছেলে রনি বিকাশ ত্রিপুরা (৩২), গোমতি ইউনিয়নের উদয় কুমার পাড়ার বাসিন্দা আনি রঞ্জন ত্রিপুরার ছেলে ডেটল বাবু ত্রিপুরা (১৯) ও রিমন ত্রিপুরা (২২)। পলাতক আসামি হলেন সুমন ত্রিপুরা (১৯)।
দলবদ্ধ ধর্ষণের ঘটনায় হওয়া মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী গত সোমবার উপজেলার একটি ইউনিয়নে বেড়াতে এসেছিল। ওই রাতে কিশোরী স্থানীয় একটি মন্দিরে শ্যামাপূজা দেখতে যায়। এক পর্যায়ে আসামিরা কিশোরীকে আরেকটি মন্দিরে পূজা দেখতে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে তারা কিশোরীকে কৌশলে একটি বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। সেখান থেকে রাত একটার দিকে কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সালিস ডাকা হয়। পরে সেখানে রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরা উপস্থিত হন। ওই দুজনকে আটক করে মাটিরাঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার কালি মন্দিরে পূজাতে গিয়ে এক পাহাড়ি কিশোরী ধর্ষণের শিকার হয়। আমরা খবর পেয়ে প্রথমে দুইজনকে ও আজকে সকালে ১জনসহ মোট ৩জনকে আটক করি। অপর ১জন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।পূ