
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা নিয়ে স্থানীয়দের ক্ষোভ চরমে। এবার বিষয়টি নিয়ে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে শোনা যায়, তিনি কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে বলেন, “অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর অংশের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। রাস্তা ধান ও মাছ চাষের উপযোগী হয়ে গেছে। ধান লাগাই দেমু, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না। দুই মিনিটের ওই কল রেকর্ডে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে জবাবে বলতে শোনা যায়, রাস্তা ব্লক করে দিবেন, এটা আপনার অধিকার। আমি নিয়মের মধ্যে আছি, কিছুটা সময় দিন, আমরা চেষ্টা করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। রাস্তার করুণ অবস্থার বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি যেন আর দেরি না হয়। হুমকি নয়, এটি ছিল জনগণের পক্ষে প্রতিবাদের ভাষা। কুমিল্লা সওজ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ডিভাইডার স্থাপনের সময় অস্থায়ীভাবে ইট দিয়ে সলিং করা হয়েছিল, যা বৃষ্টির কারণে দেবে গেছে। ইতোমধ্যে ২৪ ফুট প্রশস্ত কংক্রিট সড়ক নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। এই কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর দেবিদ্বার জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ একে উন্নয়ন দাবি জানানোর সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, প্রশাসনের সঙ্গে হুমকি দিয়ে নয়, আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত।ই