সাতকানিয়া-লোহাগাড়ায় আওয়ামী ফ্যাসিস্টদের স্থান নেই

প্রতিনিধি সম্মেলনে শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাতকানিয়া–লোহাগাড়ায় আওয়ামী ফ্যাসিস্টদের স্থান নেই। যারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে আবারো প্রতিষ্ঠিত করতে চাইবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি শুক্রবার সন্ধ্যায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উত্তর রামপুর শহীদ আনোয়ার হোসাইন একাডেমিতে সেন্টার প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। পশ্চিম ঢেমশা ইউনিয়ন সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আব্দুল করিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া জামায়াতের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী ও শ্রমিক কল্যাণ নেতা বেলাল হোসাইন।আ

মন্তব্য করুন