
অনলাইন ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শুক্রবার (৩ অক্টোবর) সকালে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৯ জন আহত হয়েছেন। ফেসবুকে একটি বিকৃত ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়, এছাড়া কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিএনপি কর্মীদের দাবি, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেত্রী রুমিন ফারহানাকে জড়িয়ে একটি বিকৃত ছবি শেয়ার করেন। বৃহস্পতিবার বিকেল থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াতের আমির ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ওই নেতার বিকৃত ছবি শেয়ার করেন। আজ সকালে এ বিষয়ে জানতে গেলে বিএনপির নেতা-কর্মীদের ওপর জামায়াতের নেতা–কর্মীরা অতর্কিত হামলা চালান।
হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহম্মেদ বলেন, ‘হামলায় আমাদের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন জামায়াত নেতারা। হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোজাম্মেল হোসেন বলেন, গতকাল রাতেই ওই ফেসবুক পোস্ট ডিলিট করা হয়েছে। এ বিষয়ে ইলিয়াস হোসেন ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্টও করেছেন। এরপরও তাঁকে নিয়ে একটি বৈঠকের প্রস্তুতি নেন মসজিদ কমিটির লোকজন। ওই সময় বিএনপির নেতা–কর্মীরা ইলিয়াসের ওপর হামলা চালান। প্রতিরোধ করতে গিয়ে জামায়াতের ১০–১২ জন নেতা–কর্মী আহত হন।
একই কথা জানান ইলিয়াস হোসেনও। তিনি বলেন, ‘ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ছবি অসাবধানতাবশত শেয়ার হয়েছে। বিষয়টি কয়েকজন জানানোর পর ডিলিট করেছি। এ বিষয়ে ফেসবুকে পোস্ট করে পরে দুঃখও প্রকাশ করেছি।
এ ঘটনার পর এলাকাটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘জামায়াত ও বিএনপির মারামারির ঘটনায় ৮–৯ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে কেউ থানায় এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ই