এনসিপিকে ফুটবল-মোবাইলসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

অনলাইন ডেস্ক : শাপলা প্রতীক আর নয়, বরং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তবলা-হাঁসসহ ৫০টি প্রতীক থেকে নিজেদের মার্কা বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রাথমিক পর্যালোচনায় আবেদন গ্রহণযোগ্য হলেও প্রতীক নির্বাচনে সমস্যা তৈরি হয়।

আবেদনপত্রে প্রতীক হিসেবে প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করা হয়। পরে সংশোধিত আবেদনে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা প্রতীক দাবি করা হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী এসব প্রতীক তালিকাভুক্ত নয়।
চিঠিতে আরো বলা হয়, নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হলে ৭ অক্টোবরের মধ্যে বরাদ্দ তালিকার বাইরে থাকা প্রতীকগুলোর মধ্যে একটি বেছে নিতে হবে।

যে প্রতীকগুলো থেকে বেছে নিতে বলা হয়েছে সেগুলো হলো—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস, হেলিকপ্টার।

ইসি কর্মকর্তারা জানান, এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চাইলে পরে আবার সংশোধিতভাবে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা প্রতীক দাবি করে। তবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার ১১৫ প্রতীকের তালিকায় শাপলা বা তার কোনো ধরন নেই।

এ প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এনসিপিসহ ২টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া আরো ১৩টি দলের আবেদন পর্যালোচনায় রয়েছে।
অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শাপলা প্রতীক না পেলে আদায় করে নেবেন বলে এনসিপির একটি প্রতিনিধিদল যে হুমকি দিয়েছে, তা উড়িয়ে দেন। তিনি বলেন, “রাজনৈতিক নেতারা অনেক কিছু বলেন। এটা তাদের অধিকার। তবে আমরা আইন মোতাবেক কাজ করব।

এসবকে হুমকি হিসেবে দেখছি না।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫২। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও পরবর্তীতে পাঁচটির নিবন্ধন বাতিল হয়। আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়েছে। ফলে মোট ৫৬টি প্রতীক ৫৬টি দলের জন্য নিবন্ধিত রয়েছে। বাকি প্রতীকগুলো নতুন দল বা স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হবে।বা:প্র।

মন্তব্য করুন