কোচিং সেন্টারে উপহার দিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম

আহমদ বিলাল খান : রাঙ্গামাটি শহরের একটি প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষার্থীরা গরমে যাতে কষ্ট করতে না হয় প্রতিকার হিসেবে সিলিং ফ্যান ও এলইডি বেকাপ লাইট উপহার দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসে নবদিগন্ত প্লাস কোচিং সেন্টারের জন্য সিলিং ফ্যান ও এলইডি বেকাপ লাইট উপহার দিয়া হয়। এই উপহার গ্রহণ করেন কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ।

দুর্গম পাহাড়ি এলাকার মেধাবী শিক্ষার্থীরা যাতে ভালো ভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির পিপারেশন নিতে পারে সেলক্ষ্যে নতুন এই কোচিং সেন্টার রাঙ্গামাটি শহরে উদ্বোধন হবে আগামী ২ অক্টোবর।

জেলা পরিষদের সদস্য হাবীব আজম বলেন, উক্ত কোচিং সেন্টারে শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় সেজন্য সিলিং ফেন ও রাত্রে বেলায় যাতে ক্লাস চলমান থাকে সেজন্য এলইডি বেকাপ লাইট উপহার দেয়া হয়েছে।

কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ বলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম সাহেব তিনি উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। পর্যটন শিল্পের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও নিজের মুখ উজ্জ্বল করেছেন।

মন্তব্য করুন