মা-বাবাকে নির্যাতন, অবশেষে কাইয়ুম পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিনিধি : কাইয়ুম মিয়াকে আটক করেছে থানা পুলিশ। সে শ্রীরামপুর নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া এলাকার আবু সায়েদের পুত্র।
সূত্রে জানাযায়, আটক হওয়া কাইয়ুম মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজাসহ নেশা সেবন করে আসছিল। কেউ তার অপকর্মের বিরুদ্ধে টু-শব্দ করতে পারে নাই। অবশেষে তার অপকর্মের বিরুদ্ধে স্ত্রী তাকে বাধা দিলে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেয়, তার বাবা আবু সাঈদ তার স্ত্রীকে নিয়ে থানায় গিয়ে একটি মামলা করেন। উক্ত মামলায় আটক হয়ে এক সপ্তাহ পর সে মা-বাবা স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে জামিনে বের হয়ে আসে।

বের হওয়ার তারিখ থেকে শুরু হয় স্ত্রীর উপর নির্মম নির্যাতন, এক পর্যায়ে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। এরপর আবু সায়েদের বাড়িতে থাকা শোকেস, জমিনে চাষ করা ১৩ মন চাউল ও বিভিন্ন আসবাবপত্র ৪০, হাজার টাকার ক্ষয়-ক্ষতি করে। এরপরও সে ৩ লক্ষ টাকা তার বাবার কাছ থেকেও চাই। বাবা টাকা দিতে অপারিকতা প্রকাশ বা টাকা নাই বললে কাইয়ুম মিয়া তার বাবাকেও লোহার রড দিয়ে শোকেসের আয়না ভেঙে ফেলে এবং বাবাকেও মারধর করে, মাকেও গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। ঐসময় ঘরে থাকা আলমারি ভেঙ্গে ড্রয়ারে রক্ষিত আবু সাঈদ এর ১ লক্ষ ২০ হাজার টাকা, দস্তা বেশ সমস্ত কাগজপত্র জোরপূর্বক অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া নিয়ে যাই বলে এজাহার সূত্রে জানাযায়।

গ্রেফতারকারি এএস আই জহির আমাদের খবরকে জানান, কাইয়ুমের পিতা-মাতাকে মারধর করায় আইনের আশ্রয় নিয়ে আদালতে মামলা করে। উক্ত মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ১৮ সেপ্টেম্ব দিবাগত রাতে আমি সঙ্গীয় পোর্স নিয়ে তাকে আটক করি এবং তাকে আদালতে প্রেরন করি।

মন্তব্য করুন