দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে ৪ জোড়া স্পেশাল ট্রেন, চলবে টানা ৫ দিন

ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয় বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এবার দুর্গাপূজার লম্বা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও ধর্মপ্রাণ মানুষের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে পুজো স্পেশাল নামে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়।

স্টেশন কর্মকর্তা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া বিশেষ ট্রেন বিরতিহীনভাবে চালানো হবে।

প্রতিটি বিশেষ ট্রেনে বগি থাকবে ১৮টি। তার মধ্যে ৮৩৪ আসন নিয়ে দিনে এবং ৭৮৯ আসনে যাত্রী নিয়ে রাতে গন্তব্যের উদ্দ্যেশে ছুটে যাবে বিশেষ ট্রেন।

জানা গেছে, সরকারি নির্বাহী আদেশে এবার দুর্গাপূজার ছুটি খাকছে আগামী ১ অক্টোবর বুধবার ও ২ অক্টোবর বৃহস্পতিবার। পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে এবার পূজার জন্য চারদিনের লম্বা বন্ধ পাচ্ছেন চাকুরীজীবীরা। এসময়টাতে ঘোরাঘুরি কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে যাতায়াতের জন্য ট্রেনে মানুষের চাপ থাকবে বেশি।

বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে ব্যস্ততম ও লাভজনক রেলপথ ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালানোর পদক্ষেপ নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

পুজোর বিশেষ ট্রেন চলাচলের সময়সূচী:
সূত্র জানায়- আগামী ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম-ঢাকা রুটে ঢাকা স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। বিরতিহীন এই ট্রেন ওই দিন দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ৮টায়।

একই দিন রাতে ঢাকা-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০২। বিরতিহীন ট্রেনটি রাত সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে।

আগামী ১ অক্টোবর কক্সবাজার-ঢাকা রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০১। বিরতিহীন ট্রেনটি সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ৮টায়।

একই দিন রাতে ঢাকা-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০২। রাত সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে।

একইভাবে ২ অক্টোবর কোনো স্পেশাল ট্রেন চলবে না। ৩ অক্টোবর কক্সবাজার-ঢাকা রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০১। বিরতিহীন ট্রেনটি সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ৮টায়।

একই দিন রাতে ঢাকা-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০২। রাত সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে।

পুজো স্পেশাল সার্ভিসের শেষদিন ৪ অক্টোবর কক্সবাজার-ঢাকা রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০১। বিরতিহীন ট্রেনটি সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ৮টায়।

একই দিন ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টগ্রাম স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। বিরতিহীন এই ট্রেন রাত সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে ভোর রাত সাড়ে ৪টায়।

যেমন থাকবে স্পেশাল ট্রেনের ভাড়া:
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের স্পেশাল ট্রেনের ভাড়া হবে সুবর্ণ বা সোনার বাংলার ভাড়ার মতো।

অন্যদিকে, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের স্পেশাল ট্রেনের ভাড়া হবে কক্সবাজার বা পর্যটক এক্সপ্রেসের মতো।

তবে এসি সিটের জন্য বাড়তি ৩০ শতাংশ এবং নন এসি সিটের জন্য বাড়তি ২০ শতাংশ টাকা গুণতে হবে যাত্রীদের।

পুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেনে যাত্রীদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান।ই

মন্তব্য করুন