নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের বিশাল অংকের একটি মানহানির মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, পত্রিকাটি কয়েক দশক ধরে তার, তার পরিবার, ব্যবসা এবং তার রাজনৈতিক আন্দোলন সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে আসছে।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প নিজেই এই মামলার কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, কয়েক দশক ধরে আপনাদের প্রিয় প্রেসিডেন্ট (আমি!), আমার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট মুভমেন্ট, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ) এবং সামগ্রিকভাবে আমাদের জাতি সম্পর্কে মিথ্যাচার করে আসছে পত্রিকাটি।

ট্রাম্প তার পোস্টে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে নিউইয়র্ক টাইমসের সমর্থন দেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, পত্রিকাটি কট্টর বামপন্থী ডেমোক্রেটিক দলের একটি ভার্চুয়াল মুখপত্রে পরিণত হয়েছে।

মামলাটি ফ্লোরিডার একটি আদালতে করা হচ্ছে বলে ট্রাম্প জানিয়েছেন। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আদালতের নথি থেকে ট্রাম্পের এই মামলা করার খবর নিশ্চিত করা হয়েছে।
ট্রাম্প এর আগে এবিসি নিউজ এবং এর উপস্থাপক জর্জ স্টেফানোপোলোসের বিরুদ্ধে দায়ের করা মামলার উদাহরণ টানেন, যা দেড় কোটি ডলারে নিষ্পত্তি হয়েছিল। এছাড়াও, কমলা হ্যারিসের সঙ্গে ‘৬০ মিনিটস’ (সিক্সটি মিনিটস) অনুষ্ঠানের সাক্ষাৎকারের জন্য প্যারামাউন্টের বিরুদ্ধে করা মামলাটির কথা উল্লেখ করেন, যা ১ কোটি ৬০ লাখ ডলারে নিষ্পত্তি হয়েছিল।

তবে, এই মামলার বিষয়ে মন্তব্য জানতে নিউইয়র্ক টাইমসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।সূ:বা:প্র।

মন্তব্য করুন