
শৈলুমং মার্মা (রুমা) বান্দরবান থেকে : বান্দরবানের রুমা উপজেলায় সকল প্রকার টোল ট্যাক্স বাতিলের দাবিতে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আজ সোমবার রুমা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে রুমা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুস্থিত হয়।
উপস্থিতি বক্তারা বলেন, টোল ট্যাক্স সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে। প্রান্তিক কৃষক শ্রমিক এবং ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এর কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।
গত কয়েক বছর ধরে কুকি-চিন সন্ত্রাসী কার্যকলাপ ও তৎপরতার কারণে রুমার অর্থনীতি প্রায় শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় কমে যাওয়ায় বাজারে জীবন্ততা নেই। ট্যুরিজম থেকে শুরু করে রুমার অর্থনীতি পুরাপুরি স্তব্ধ। এখন বর্তমান সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগের কারণে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দোকান পাট খুলছে, ক্রেতা-বিক্রেতার যোগাযোগ বাড়ছে, এবং বাজার সামান্য হলেও চাঙ্গাপনার ছোঁয়া এসেছে। তবে রুমার পরিস্থিতি এই উন্নয়নের মধ্যেই টোল নিয়ে এলাকাবাসীর অসন্তোষ বাড়ছে। মানুষের মনে একরাশ ক্ষোভ এবং অনাস্থা দেখা দিয়েছে।
রুমার পিছিয়ে পরা অর্থনীতি আবার সচল করার জন্য সরকারী ও বেসরকারী উন্নয়ন খাতের কৃষকদের জন্য বাজেট প্রণয়ন করা ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন প্রনোদনা ও সল্প সুদ এর আওতায় কৃষি ঋণ ব্যবস্থা করা। সাধারন কৃষক ও ব্যবসায়ীদের দুঃখের কথা ও বর্তমান রুমার পরিস্থিতির কথা বিবেচনা করে স্থানীয় ৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন ইচ্ছে করলেই এ জনগনের উপর আরোপ কৃত টোল আদায় বন্ধ করে দিতে পারে। অত্র উপজেলায় অর্থনীতি শক্তিশালী না হওয়ার পিছনে মুল সমস্যা টোল আদায়, রুমায় সাধারন মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসার উপর প্রভাব ফেলছে।
ক্যউসিং মারমা নামে এক কৃষক তিনি বলেন বাজারের আরত দার ও তাদের সিন্ডিকেট খুব শক্তশালী, কৃষিপন্য দর নিধারন সহ এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। কৃষি পন্য আমরা বাজারে নিয়ে আসলে আমাদের উৎপাদিত ফসলের নায্য মুল্য আমরা পাইনা কারন ব্যবসায়ীরা এ সব ইজারার কথা বলে নায্য মুল্য আমাদের দেওয়া হয় না। গতকাল রাত থেকে রুমার পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ লক্ষ্য করা গেছে, ২ নং রুমা সদর ইউনিয়নের ইজারা নামে কক্ষংঝিড়ি এলাকায় যে টোল পয়েন্ট আছে তা অতিরিক্ত টোল আদায় ও অস্বাভাবিক হয়রানীর অভিযোগ করেছেন সাধারন কৃষক ও কাঁচামাল ব্যবসায়ীগন।
এখন সময় এসেছে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে বাজারকে আরও সচল এবং মানুষের আস্থাকে দৃঢ় করার।
বক্তারা আরও বলেন, জনগণের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে সরকারের উচিত অবিলম্বে সকল প্রকার টোল ট্যাক্স বাতিল করা যেমন, জেলা পরিষদ বাজার ফান্ড ইজারা, রুমা উপজেলার চার ইউনিয়ন ইজারা। মানববন্ধনে স্লোগান দেন, জনগণের উপর কর নয়, টোল ট্যাক্স বাতিল হোক! নাগরিকের স্বার্থে টোল মওকুফ কর।
স্থানীয় সাংবাদিক এবং কয়েকজন উপজেলা নেতার উপস্থিতিতে মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। তারা আশা প্রকাশ করেন যে প্রশাসন জনগণের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মানুষের এই ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ টোল নীতি পুনর্বিবেচনার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ধরা হচ্ছে।