পাঁচলাইশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, আটক- ৪

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ৪জনকে আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর, শনিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে মিছিল থেকে ৪জনকে আটক করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।আ

মন্তব্য করুন