
নিজস্ব প্রতিনিধি : সাতকানিয়ায় ২৯৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর, শনিবার ভোরে সাতকানিয়া উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শামীম পারভেজের নেতৃত্বে একটি টহল দল উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর দুয়ারা এলাকা হতে মাদক কারবারি আরমান (২৭)কে ২৯৫ পিস ইয়াবাসহ আটক করে। সে ঐ এলাকার মুবিন আলমের পুত্র।
ক্যাপ্টেন মো. শামীম পারভেজ সাংবাদিকদের জানান, বর্তমানে মাদক বিরোধী চোরা- কারবার প্রতিরোধে সাতকানিয়া আর্মি ক্যাম্প কর্তৃক প্রতি রাত্রে একবার চট্টগ্রাম – কক্সবাজার হাইওয়ে রোডে ভ্রাম্যমাণ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, মাদক কারবার ও চোরাচালান প্রতিরোধে আর্মি ক্যাম্প সদা তৎপর রয়েছে।