বোয়ালখালীতে বলাৎকারের অভিযোগে জুয়েল মহাজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগে জুয়েল মহাজন (৩৫) নামের ১ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জুয়েল উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ড বিদগ্রাম গৌরাঙ্গ মেম্বার বাড়ির মৃত টুনু মহাজনের ছেলে। এ ঘটনায় ভারসাম্যহীন ঐ যুবকের বাবা জুয়েল মহাজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। বৃহস্পতিবার (২২ মে) অভিযুক্ত জুয়েল মহাজন (৩৫)কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২১ মে) দুপুরে ভারসাম্যহীন ঐ যুবক বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে জুয়েল তাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে পুকুর পাড়ে বলাৎকার করেন। বলৎকারের কারণে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে। তার বাবা বলেন, এর আগে আরও ১বার তার ছেলেকে একা পেয়ে জুয়েল বলাৎকার করেছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে ছেলেটির বাবার এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ মে) আদালতে পাঠানো হয়েছে।আ

মন্তব্য করুন