
মো: ওসমান হোসেন সাকিব
(১) স্নেহমাখা মায়ের পরশে
দুঃখ ঘুঁচায় মনের,
মিষ্টিসুরের ঔই কণ্ঠে
দুঃখ ভোলায় প্রাণের।
ছোট্টবেলার খেলার সাথী,
যৌবনকালের প্রতিষ্ঠার সারথী;
বৃদ্ধবেলার পরামর্শদাতা..
তিনি আমাদের জনমদুঃখী মা।
আপনজনের মাঝে আপন যিনি
নিঃস্বার্থ পানে পাশে থাকেন,
সন্তানের কল্যাণে আমৃত্যু পযর্ন্ত
জীবনটা তিনি অতিবাহিত করেন।
শত শারীরিক আর মানসিক যন্ত্রণায়
কাটে যার সকাল-সন্ধ্যাবেলা,
তারই মাঝে সন্তানের অসময়ে
সহসা ভরসা দিয়ে যান।
দুনিয়ার সব রঙ্গিলা কথার চেয়ে,
মায়ের রংহীন বাক্যই শ্রেয়;
কৃত্রিম এই চাকচিক্যময় সাজের চেয়ে
মায়ের পরশটাই আমার কাছে প্রিয়।
(২) ❝আমরা শান্তি চাই❞
~~মো:ওসমান হোসেন সাকিব
চলছে সবাই যে যার মতো
আন্দোলন ও করছে ইচ্ছেমতো,
নায্য বা ভিত্তিহীন দাবি নিয়ে
প্রতিনিয়ত ঢাকাকে করছে অসহ্য প্রায়।
প্রশাসন ও টালমাটাল
নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ,
সুযোগ নিয়ে অনৈতিক কর্মকাণ্ড
ঘটিয়ে ফেলছে দূর্বৃত্তরা বেশ।
ক্ষমতার জেরে তদবির বাণিজ্য
চলছে ভালোই যেথায়-সেথায়,
তেমন কিছু চাওয়া নেই
দেশবাসী বর্তমান সরকারের কাছে_
একটু শান্তি চাই।
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।