লোহাগাড়া উপজেলা রিকশা চালক শ্রমিক ট্রেড ইউনিয়ন’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত

লোহাগাড়া উপজেলার রাজঘাটায় গোল্ডেন সিটি কমিউনিটি সেন্টারে, লোহাগাড়া রিকশা চালক শ্রমিক ইউনিয়নের নির্বাহী পরিচালনা কমিটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০মে, শনিবার বিকেল ০৩.০০ মিনিট থেকে উক্ত বিশেষ সাধারণ সভা শুরু হয়।
সভার সঞ্চালনা করেন মাওলানা মনির আহমদ, সভাপতি, রিকশা চালক শ্রমিক ইউনিয়ন, লোহাগাড়া শাখা। দারসুল কোরআন পেশ করেন মাওলানা মোহাম্মদ সামিউদ্দিন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লোহাগাড়া উপজেলা শাখা। উদ্বোধনী বক্তব্য পেশ করেন, সভার সভাপতি মাষ্টার আব্দুস সালাম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লোহাগাড়া উপজেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, জনাব মোহাম্মদ ইসহাক, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রধান বক্তার বক্তব্য পেশ করেন, অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম, উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লোহাগাড়া উপজেলা শাখা। বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন যথাক্রমে, মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া
সহকারী পরিচালক, পরিচালকের দপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রাম। মাওলানা মোক্তার হোছাইন সিকদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা। জনাব শরফুল আমিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা। জনাব মোহাম্মদ রফিক দিদার, সহ সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লোহাগাড়া শাখা।
বক্তব্যে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য, অন্যথায় শ্রমিকদের অধিকার নিশ্চিত হচ্ছে না। ইসলামি শ্রমনীতির মাধ্যমে এদেশের শ্রমিক ভাইয়েরা প্রথম শ্রেণির নাগরিক হিসেবে যাবতীয় সুবিধা অর্জন করার আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা, চিকিৎসা, বিনোদন সহ যাবতীয় আইনগত অধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করার আহবান জানান।

সমাপনী বক্তব্যে সভার সভাপতি মাষ্টার আব্দুস সালাম রিকশা চালক ভাইদের নায্য অধিকার নিশ্চিত করার অনুরোধ জানান, সুন্দর ও আদর্শিক আয়োজন করার জন্য ধন্যবাদ জানান অত্র লোহাগাড়া উপজেলা রিকশা চালক শ্রমিক ইউনিয়নকে। যাদের রেজিষ্ট্রেশন নং : ২৮৭৬।

মন্তব্য করুন