
ওমর ফারুক-
সময়টা বড় ক্লান্ত মোমেনরা হয়ে গেছে ব্যস্ত।
শহীদি তামান্না নিয়ে শহীদ হয়ে যাচ্ছে ফিলিস্তিন মুসলমান বৃন্দ।
বিশ্ব মুসলিম এখনো ঘুমান্ত জাগ্রত হবে নাকি আর কোন প্রান্ত?
কবে হুসো ফিরবে বিশ্ব মুসলিম প্রান্ত যখন ফিলিস্তিন হয়ে যাচ্ছে সরবে শান্ত?
আমরা কেমন মুসলমান নাইতো আমাদে মনে কেন ফিলিস্তিনি প্রান্ত?
আমরা কি হতে পারব না মহান রবের অন্তর প্রান্ত?
আমরা কেমন মুসলমান তাই এখনে জ্বলন্ত অগ্নিশিখাই ফিলিস্তিনি প্রান্ত।
জাগ্রত হতে হবে সব মুসলমানদের অন্তর প্রান্ত তখন বিশ্ব মুসলিম হবে শান্ত।
বিশ্ব মুসলিম সম্প্রদায় এখন ঘুমিয়ে ক্লান্ত তাহারা নিজেরা বুঝে নিজেদের শান্ত।
তা না হলে ফিলিস্তিনবাসীকে কেন এত অশান্ত?