
অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় স্থানীয় বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এই সংঘর্ষের পেছনে একটি টিসিবি পণ্যের বিতরণ ছিল, যার জন্য দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
শনিবার (১৫ মার্চ) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এই সংঘর্ষটি ঘটে। নগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ চলছিল। এক পর্যায়ে, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদ সরকারের নেতৃত্বে তার অনুসারীরা অবিক্রীত পণ্যগুলো ভাগ করে নেন। বিষয়টি জানার পর, নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন আবু লোকজন নিয়ে এসে প্রতিবাদ করেন এবং অবশিষ্ট পণ্যের ভাগ দাবি করেন। কথা কাটাকাটির ফলে উভয়পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়।
এসময়, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে বিকালে আবার সংঘর্ষ শুরু হয়। মিল্টন হোসেনের দলটি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে বসে থাকলে, আসাদ সরকারের অনুসারীরা সেখানে এসে চাইনিজ কুড়াল, হাসুয়া এবং লাঠিসোঁটাসহ হামলা করে। হামলায় ৬-৭ জন আহত হন এবং অফিসের চেয়ার-টেবিলসহ অন্যান্য জিনিস ভাঙচুর করা হয়। বিএনপি নেতা আসাদ সরকার অভিযোগ করেন যে, তারা হামলা করেছে এবং অফিসের ভাঙচুরের জন্য বিএনপিকে দোষারোপ করছে।
এদিকে, মিল্টন হোসেন জানান, টিসিবির পণ্য বিতরণের সময় প্রতিবাদ জানালে তারা হামলা করে। এরপর তারা পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও সশস্ত্র অবস্থায় বিএনপির অফিসে হামলা চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ দ্রুত পরিস্থিতি শান্ত করে এবং বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই সংঘর্ষের ঘটনায় স্থানীয় রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট, যা আগামী দিনে আরও বিপদজনক পরিস্থিতি তৈরি করতে পারে।ই