সাভারে ২ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি : সাভারে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ২ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গত ৩ মার্চ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলার আমিন বাজার উত্তর কাউনদিয়া মৌজা এলাকার এসব অভিযান পরিচালনা করা হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, সাভারে আমিন বাজার এলাকার টিবিসি ও বিবিসি ইটভাটার কোনো অনুমোদন নেই। পরিবেশ ইটভাটার ছাড়পত্র ও মাটি কাটার ছাড়পত্র কোনটাই নেই।

তাই ইটভাটা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, এখানে যে ২টি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এসব কারখানা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সাভার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বা:প্র।

মন্তব্য করুন