দেশজুড়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে অব্যাহতভাবে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীর ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে বৈবিছাআ’র ছাগলনাইয়া উপজেলা কমিটির আয়োজন ঘণ্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এরআগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

ছাত্র প্রতিনিধি তানভীর মজুমদার অনিক সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক এমদাদুল হক, মাদ্রাসা শিক্ষক রবিউল হক ও ছাগলনাইয়া সরকারি কলেজের ছাত্র তানজিলুল হক মিয়াজী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যাত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন হয়েছে।

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র নীলনকশা করছে। ছাত্র-জনতা কোনোদিনই তা বাস্তবায়ন করতে দেবে না।দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে না পারলে ছাত্র-জনতা ফের রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।ই:সূ।

মন্তব্য করুন