জীবনকে গড়ে তোলতে লেখাপড়ার বিকল্প নাই, সীতাকুন্ড ইউএনও ফখরুল

বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণে অনুষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড থেকে : সীতাকুণ্ড সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মো: ফখরুল ইসলাম,সভাপতি, গভর্নিং বডি, বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ,ফখরুল ইসলাম বলেন,জীবনকে আদর্শবান হিসেবে গড়ে তোলতে হলে ভালভাবে লেখাপড়ার কোন বিকল্প নাই,সুশিক্ষিত হলে উচ্চ পদস্হ চাকুরী পাওয়া বা ভাল ব্যবসা করে ,সমাজে সম্মানী হওয়া সম্ভব, লেখাপড়া না থাকলে নানান পেশায় টাকা উপার্জন করা যাবে, তবে সম্মান অর্জন করা কঠিন,সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ হাই স্কুল শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ( খন্ডকালীন) নুর সোলাইমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার এস.মুস্তফা আলম সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক বাবু বিজয় কুমার দেব , সিনিয়র শিক্ষক শেখ শিরীন আক্তার ও অন্যান্য শিক্ষকবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা শেষে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন