
সাতকানিয়া লোহাগাড়ার মধ্যেই খানে মাওলা পাড়া এবং আমিরাবাদ নতুন বাজারের পাশে টংকাবতী খালের মৈত্রী সেতুর নির্মাণকাজ দ্রুত চলিতেছে।
মোঃ কলিম উল্লাহ : অদ্য ১৭/০২/২৫ ইং সোমবার দুপুরে সাতকানিয়া লোহাগাড়ার মধ্যেই খানে মাওলা পাড়া ও আমিরাবাদ নতুন বাজারের পাশে টংকাবতী খালের মৈত্রী সেতুর নির্মাণকাজ পরিদর্শন আসেন সাতকানিয়া প্রকৌশলী সবুজ কুমার। এ সময়ে উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ রাশেদ, মোঃ ইকবাল হোসেন ।এ ছাড়া অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মধ্যেই উপস্থিত ছিলেন মাওলা পাড়া সমাজ পরিচালনা পরিষদের আলহাজ্ব শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন , মাষ্টার নরুল কবির, মোঃ আবু তাহের, মোঃ আমির হোসেন,দামের পাড়া সমাজ সেবক আলহাজ্ব ফরিদুল ইসলাম সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রকৌশলী সবুজ কুমার বলেন আমি পরিদর্শন করছি , কোন রকমের ব্রিজ কাজে দুর্নীতি হবে না। এই ব্রিজটি নির্মানের জন্য সরকার অনুমোদ দিয়েছে ৭ কোটি টাকা। এই ব্রীজ নির্মাণ হবে ৬৫ মিটার। ঠিকাদার মোঃ রাশেদ বলেছেন আমরা জুন মাসের মধ্যেই কাজ বুঝিয়ে দিতে পারবো বলে আশা করি। পরিশেষে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত শামসুল ইসলাম এবং জামাল উদ্দিন বলেন, ব্রিজের কাজের জন্য আমরা সব সময়ই সহযোগিতা করবো, আর কাজ যেন ভালো হয় করে, দ্রুত কাজ টি শেষ করে জনসাধারণ চলাচল শুরু করতে পারেন সেই কামনা করি।