জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি জেলা শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একইস্থানে গিয়ে শেষ করে।

সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম, সাবেক আমির মাওলানা আব্দুল হামিদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আজমল হোসাইন।

বক্তারা অনতিবিলম্বে কেন্দ্রীয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করেন। তা নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য করুন