
নিজস্ব প্রতিনিধি : নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–সিএমপির গণসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জাফর আহাম্মদ (৬২), আমজাদ হোসেন শিপন (৪০), মাহাফুজুর রহমান ফরহাদ (৩৫), সৈয়দ মাহমুদুল হাসান (৩৮), আবদুর রহমান সবুজ (৩৬), মো. শফিউল আলম সবুজ (৫৫), সেলিম (৪৮), দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহিম (৪৯), বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ (৩১), চরপাথরঘাটা ইউপি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফি আলম (৪০), বড় উঠান ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল শুক্কুর (৫৮), ইমতিয়াজ হোসেন ওরফে ইফতি (২৮), আসিফুর রহমান প্রমুখ।
সিএমপির ডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে ৪০ জনকে গ্রেফতার করা রয়েছে। তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।যু