
অনলাইন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গতকাল বিকালে তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘মন বুঝলি না’- শিরোনামের গান। আবদার রহমানের কথায় গানটির কম্পোজিশন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মিউজিক প্রোডাকশনে ফুয়াদ ও সঞ্চয়। রোমান্টিক মুডের এ গানের ভিডিওতে একেবারে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছেন ইমরান। শুধু তাই নয়, এ গানটিতে নাচের স্টেপও করতে দেখা গেছে এ গায়ককে। আর এতে তার মডেল হিসেবে কাজ করেছেন সুমনা। প্রকাশের অল্প সময়েই গানটিতে তাদের রসায়ন বেশ পছন্দ করছেন দর্শক। গানচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ইমরান বলেন, গানটি ফুয়াদ ভাইয়ের কম্পোজিশনে অনেক আগেই করা। গানটি ফেস্টিভ মুডের, তাই প্রকাশের জন্য ভালোবাসা দিবসকেই বেছে নিয়েছি। আর গানটির ভিডিওতে একটু অন্যরকম লুকে দেখা যাচ্ছে আমাকে। সব মিলিয়ে প্রকাশের পর পরই ভালো সাড়া মিলছে গানটি থেকে।মা