
আইনজীবী ঐক্য পরিষদ, সাতকানিয়া আদালত ইউনিট
সাতকানিয়া আইনজীবী সমিতি নির্বাচন-২০২৫ইং ৪ প্রতিদ্বন্ধি প্রার্থীগণ মনোনয়নপত্র প্রত্যাহার করায় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীগণ বিজয়ের পথে।
সাতকানিয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের প্রার্থীগণের বিপরীতে প্রার্থী হিসাবে যথাক্রমে এডভোকেট মিনহাজুল আব্রার, এডভোকেট আবুল কাসেম এবং সৈয়দ শওকত আলী মনোনয়নপত্র দাখিল করেন।
অদ্য ২৩/০১/২০২৫ইং তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে প্রতিদ্বন্ধি উক্ত ০৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় সমিতির মোট ১৩টি পদে আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীগণ একক ও বৈধ প্রার্থী হিসাবে গণ্য হন। সমিতির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলকারী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন-১) সভাপতি-এডভোকেট মোহাম্মদ সোলাইমান, ২) সিনিয়র সহ- সভাপতি- এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, ৩) সহ-সভাপতি-এডভোকেট এ. এম. ফয়সাল, ৪) সাধারণ সম্পাদক-এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, ৫) সহ-সাধারণ সম্পাদক-এডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ, ৬) অর্থ সম্পাদক-এডভোকেট আবুল কালাম চৌধুরী, ৭) পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক-এডভোকেট শিহাব উদ্দীন, ৮) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-এডভোকেট এমদাদ উল্লাহ এবং নিবাহী সদস্য-১) এডভোকেট এস. এম. রেজাউল করিম, ২) এডভোকেট রাজিয়া সোলতানা, ৩) এডভোকেট আবদুল লতিফ, ৪) এডভোকেট হোসাইন মোহাম্মদ এরশাদ, ৫) এডভোকেট আবদুর রহিম।
আইনজীবী ঐক্য পরিষদ, সাতকানিয়া আদালত ইউনিটের আহ্বায়ক এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, সদস্য সচিব-এডভোকেট হাফিজুল ইসলাম মানিক ও সমন্বয়কারী এডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ সমিতির নির্বাচনে ঐক্যপরিষদের পূর্ণ প্যানেলে বিজয়ের পথে এই অর্জনে বিজ্ঞ আইনজীবী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে দীর্ঘদিন জবর দখল ও অগণতান্ত্রিক ভাবে পরিচালিত সাতকানিয়া আইনজীবী সমিতির কার্য্যক্রম আগামীতে স্বচ্ছ ও গণতান্ত্রিক ধারায় পরিচালনার সুযোগ সৃষ্টি হওয়ায় মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করেন।