
সাতকানিয়ার গারাংগিয়ায় ২’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৮/১০জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। সাতকানিয়ার গারাংগিয়া ৮নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। সূত্রে জানাযায়, ২০ ডিসেম্বর, শুক্রবার বিকালে গারাংগিয়ার উক্ত ওয়ার্ডস্থ উত্তর সীমানার পার্শে দক্ষিণ রুপকানিয়ার দক্ষিণ সীমানায় গাজির পাড়া অবস্থিত। সঠিক নাম ঠিকানা এখনও জানাযায়নি, সূত্রে গাজির পাড়ার এক লোক উক্ত এসোশিএশন ক্লাবের সদস্যকে ডিল মারার নামে গুজবকে কেন্দ্র করে এই ঘটনার উৎপত্তি। গাজির পাড়ার সৈয়দুল ইসলাম মানিক জানান, উক্ত ঘটনায় তাহার ছেলেসহ তাহার পাড়ার ৫জন আহত হয়েছে। বিপক্ষ দলেরও অন্তত ৪/৫জন আহত হয়। বিপক্ষ দলের লোকজন থানায় তাদের বিরুদ্ধে মামলা করতে গেছে বলেও জানান এবং আহতরা বিভিন্নদিকে চিকিৎসা নিচ্ছে আহতদের সঠিক নাম পরে জানাবে বলেন।
অপর পক্ষ এসোশিএশন ক্লাব সংগঠনের সভাপতির সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল নাম্বার না পাওয়ায় তাদের বক্তব্য তুলা সম্ভব হয় নাই। বর্তমানে উক্ত এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে।