বিজয় দিবস উপলক্ষ্যে চবি ছাত্রদলের বিজয় র‍্যালি

ডেস্ক : বিজয় দিবস উপলক্ষ্যে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জাতীয় পতাকা হাতে বিজয় র‍্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়ে বিজয় স্মৃতিস্মারকের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমন, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। এছাড়াও বিজয় র‍্যালিতে বিভিন্ন হল ও ইউনিট ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

পরে নেতাকর্মীরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগকারীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।ই

মন্তব্য করুন