চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা, ১৩ বছর পর আটক

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ রানা (৩৬)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন রেলওয়ে স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) র‍্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মো. জসিম উদ্দিন প্রকাশ রানা নগরীর বায়েজিদ বোস্তামী হাজীপাড়া এলাকার মৃত আঃ মালেক প্র: লেদুর ছেলে।

র‍্যাব জানিয়েছে, জসিম উদ্দিন প্রকাশ রানার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র মামলা রয়েছে। যার মামলা নং – ১৬/২০১১। ওই মামলায় জসিমকে ১০ বছরের সাজা প্রদান করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর পরই গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ১৩ বছর আত্মগোপন করে ছিলেন জসিম উদ্দিন রানা।আ

মন্তব্য করুন