
*সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল চ্যালেঞ্জ দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে*— মাওলানা মুহাম্মদ শাহজাহান
নিজস্ব প্রতিনিধি : বালাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল চ্যালেঞ্জ কে দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মুক্ত করতে হবে। সাধারণ জনগণকে সাথে নিয়ে দায়িত্বশীলদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
তিনি সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬.০০ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা, থানা ও পৌরসভার নব-নির্বাচিত আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন প্রমূখ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, যোগ্যতা অর্জনের মাধ্যমে এদেশের মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। সংগঠনের সর্বস্তরে তাকওয়া ও দ্বীনদারিকে প্রধান্য দিতে হবে। দুনিয়াবী প্রাপ্তি ও প্রত্যাশাকে প্রধান্য না দিয়ে আখেরাতের সফলতার লক্ষ্যে সকল কর্ম তৎপরতা পরিচালিত হতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দায়িত্বশীলগণ অত্যন্ত সাবধানতার সাথে তৃণমূল সংগঠন পরিচালনা করবেন। নতুন দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বশীলের যোগ্যতা, আনুগত্য, তাকওয়া ও শৃঙ্খলা অনুসরণের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
উল্লেখ্য, সংগঠনের গঠনতন্ত্রের আলোকে ২০২৫-২৬ কার্যকালের জন্য উপজেলা, থানা ও পৌরসভার রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমীরদের নাম ঘোষণা যাদের করেন:-
লোহাগাড়া উপজেলা- অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,
সাতকানিয়া উপজেলা- মাওলানা কামাল উদ্দীন,
চন্দনাইশ উপজেলা- মাওলানা কুতুব উদ্দীন,
পটিয়া উপজেলা- মুহাম্মদ জসীম উদ্দীন,
বোয়ালখালী উপজেলা- ডা: খোরশেদুল আলম,
কর্ণফুলী উপজেলা- মাওলানা মুনির আবছার চৌধুরী,
আনোয়ারা উপজেলা- মাষ্টার আবদুল গণি,
বাঁশখালী উপজেলা- অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল,
সাংগু থানা- মাষ্টার সিরাজুল ইসলাম,
কালারপোল থানা- এস.এম নাছির উদ্দীন,
মোহনা থানা- মুহাম্মদ শাহজাহান,
সাতকানিয়া পৌরসভা- অধ্যক্ষ হামিদ উদ্দীন,
পটিয়া পৌরসভা- মাষ্টার সেলিম উদ্দীন,
বাঁশখালী পৌরসভা- মাওলানা আবু তাহের,
বোয়ালখালী পৌরসভা- মুহাম্মদ হারুন।
নব-নির্বাচিত আমীরদের শপথ বাক্য পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।