
লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(০৯-১২-২০২৪)ইং
১৬ই ডিসেম্বর দিচ্ছে উঁকি,
বীরত্বের তেজে জেগে উঠে স্বাধীনতাপ্রেমী;
স্বগৌরব,মহিমা ও বিজয়ের ছোঁয়ায়
উচ্ছাসে মেতে উঠে ১৮ কোটি বাঙ্গালী।
১৬ই ডিসেম্বর..
অন্যায়-অবিচার রুখবার দিন।
শোষণের শৃঙ্খল ভাঙ্গার দিন।
নায্য অধিকার ছিনিয়ে নেওয়ার দিন।
সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করার দিন।
১৬ই ডিসেম্বর..
এই দিন নব বাংলাদেশের সূচনা।
যুগ যুগ ধরে কোটি কোটি বাঙ্গালীর প্রেরণা।
নয় মাস যুদ্ধ শেষে,
ত্রিশ লাখ প্রাণের আত্মত্যাগে;
দুই লাখ মা-বোনের ইজ্জত হননের বিনিময়ে
‘বাংলাদেশ’ নামক দেশটির পটভূমি রচনা।
_____________________________________
শিক্ষার্থী:__গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।