
লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(০২-১২-২০২৪)ইং
সার্বভৌমত্বের প্রশ্নে নই মোরা
আপোষমনা,বন্ধুপ্রতিম;
অস্তিত্ব ও অধিকারের ক্ষেত্রে
নই মোরা লড়াইহীন।
আগ্রাসনবিরোধী লড়াইয়ে মোরা
এক মুষ্টিবদ্ধ জাতি,
আন্তঃষড়যন্ত্র তথা স্বৈরাচার রুখতে ও
মোদের থাকে স্পষ্টমনা গতি।
দেশের ক্রান্তিকালে নই মোরা
এক বিচ্ছিন্ন জাতি,
৭১,৯০ ও ২৪ হল
তার একেকটি খুঁটি।
৭১ এর প্রশ্নে ছিলাম এক।
২৪ এর প্রশ্নে ও ছিলাম এক।
এখন কেন?
যুগ যুগ ধরে সার্বভৌমত্বের জন্য
ছাত্র-শিক্ষক,শ্রমিক-জেলে,চাকরিজীবী,রিকশাচালক
অপ্রতিরোধ্য তথা দুর্বার চেতনায় থাকব এক!
ছাত্রজনতা,দেশবাসী এক হও;
ভারতীয় আগ্রাসন রুখে দাও।
________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।