সাতকানিয়া আমিলাইষ ইউনিয়ন সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তারা

জাতিগত বৈষম্যেকারী ইসকনের সাথে সম্পৃক্তরা উগ্রবাদীতা ছেড়ে সাধারণ জনতার কাতারে চলে আসুন

সাতকানিয়া আমিলাইষ ইউনিয়ন সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে ২৯ নভেম্বর বাদে জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়। মিছিলটি আমিলাইষের পশ্চিম, মাধ্যম ও পূর্ব এলাকা প্রদক্ষিণ করে সরওয়ার বাজার এসে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যাংকার ওসমান গণি, প্রধান আলোচক ছিলেন সাংবাদিক ইমরান সোহেল। কাজী ইসহাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেজাম্মেল, বেলাল, তানভীর, তারেক। সাজ্জাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তারেক, কাজী জাহেদ মহিউদ্দিন, কৈয়ুম, সাংবাদিক ইকবাল হোসেন, মোজাহের, তাহসিন, আনোয়ার, আবু বক্কর, তানভীর, রাসেল,বোরহান, তাওহিদ, জাগির হোসন প্রমূখ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যাংকার ওসমান গণি বলেন, ইসকন সন্ত্রাসীদের সংগঠন। এদের উগ্রবাদের কারণে আজ মুসলমান নিরাপদ নয়। অবিলম্বে এই উগ্রবাদী সংগঠন ইসকন কে নিষিদ্ধ করতে হবে।
প্রধান আলোচক ছিলেন সাংবাদিক ইমরান সোহেল বলেন, আমরা হিন্দুদের বিরোধী নই, কিন্তু জাতিগত বৈষম্যেকারী উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের পক্ষে। তাদের প্রভু চিন্ময় দাশকে রাষ্ট্রদোহী মামলায় গ্রেফতার করা হয়েছে। জামিন দেবে কি দেবেনা আইনের সিদ্ধান্ত। তারা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, সেটা কখনোই মেনে নেওয়া যায়না। তিনি আরও বলেন, এডভোকেট সাইফুল ইসলাম আলিফ একজন সরকারি কর্মকর্তা তাকে হত্যা করা মানে সরাসরি রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়া এইখানে কোন সন্দেহ নেই।

জাতিগত বৈষম্যেকারী ইসকনের সাথে সম্পৃক্ত যে সকল উগ্রবাদী সদস্য রয়েছেন আপনারা দেশবিরোধী ষড়যন্ত্রের পথ ছেড়ে সাধারণ জনতার কাতারে চলে আসুন। আমরা জাতিগত বিভেদ চাইনা মুসলমান-হিন্দুসহ বাংলাদেশের সকল জনগণ দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মিলেমিশে কাজ করি। আমিলাইষের তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন