চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চাই-পীর সাহেব চরমোনাই

আইনজীবী আলিফ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

চট্টগ্রাম জজ আদালতের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। যেকোনো উসকানিতে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান পীর সাহেব চরমোনাই। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসকন কাজ করছে কিনা তা খতিয়ে দেখার দাবি রাখে।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণি-গোষ্ঠীর বিক্ষোভে দেশে একধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের হাত রয়েছে; কিন্তু সরকার সামাল দিতে পারছে না। ফলে আদালতে আইনজীবী হত্যার মত ঘটনাও ঘটছে।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, আজ মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকরা। তাদের হামলায় আইনজীবী আলিফ নিহত হয়েছেন। ইসকন সমর্থকরা আদালতের কেন্দ্রীয় মসজিদে হামলা চালিয়ে মসজিদের জানালার কাচ ভাঙচুর করে ধর্মীয় অনুভুতিতেও চরম আঘাত করেছে। আদালত এলাকায় আইনজীবীদের বেশ কয়েকটি প্রাইভেটকার মোটরসাইকেল ভাঙচুরের নামে তান্ডব চালায়। ইসকন যে নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়েছে, তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকা-ের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। ওই গোষ্ঠীর অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ।

ইসকনের উগ্রবাদী কর্মকান্ডের জন্যে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। মালয়েশিয়া, চীন, ইরান, সৌদী আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, তাজাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

পীর সাহেব চরমোনাই চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় গভীরভাবে মর্মাহত হন। তিনি মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।ই

মন্তব্য করুন