দৃষ্টি আকর্ষণ : আমাদের খবর নিউজ পোর্টালের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ

বহুল প্রচারিত ও পরিচিত “আমাদের খবর নিউজ পোর্টাল” প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ -“প্রধান নির্বাহী সম্পাদক” ও সহকারী নির্বাহী সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক ও সহকারী বার্তা সম্পাদক, প্রধান ব্যবস্থাপনা সম্পাদক ও সহকারি ব্যবস্থাপনা সম্পাদক এবং “মহিলা বিষয়ক সম্পাদক” ও “সহকারি মহিলা বিষয়ক সম্পাদক” এবং “সম্পাদক মন্ডলীর সভাপতি”সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হচ্ছে।

“উল্লেখিত পদবীর সংশ্লিষ্ট সকলের” পরিচয় পোর্টালের পেইজের নিচে প্রিন্টারের স্থানে উল্লেখ থাকবে।

“এছাড়াও প্রত্যেক জেলায়- জেলা প্রতিনিধি, থানায়-থানা প্রতিনিধি, উপজেলায়- উপজেলা- প্রতিনিধিসহ বিভিন্ন পদে নিয়োগ দেয়া হচ্ছে।

ইচ্ছুক প্রার্থীগণ যোগাযোগ করার জন্য অনুরুদ রহিল।

শুভেচ্ছান্তে-
মো: গিয়াস উদ্দিন
প্রকাশক ও সম্পাদক, আমাদের খবর ডট কম।
Email: [email protected]

যোগাযোগ : ০১৮১১- ৫৮ ৭৭ ৬০.

মন্তব্য করুন