অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান

অনলাইন ডেস্ক : স্পেন্সর জনসন, অ্যারোন হার্ডি, অ্যাডাম জাম্পাদের বোলিংয়ের সামনে যা একটু লড়াই করলেন বাবর আজম। বাকিদের ব্যর্থতায় হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্যও ছুড়ে দিতে পারেনি পাকিস্তান।

হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসজয়ী পাকিস্তান স্রেফ ১১৭ রানে গুটিয়ে গেছে ১১ বাকি থাকতেই।

তিন ঝড়েই তিনটি করে উইকেট হারিয়ে ধ্বসে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শুরুটা অবশ্য মন্দ ছিল না। পাওয়ারপ্লেতে কেবল সাহিবজাদা ফারহানকে (৭ বলে ৯) হারিয়ে ৫৮ রান তোলে সফরকারী দলটি। দ্বিতীয় উইকেটে হাসিবুল্লাহ খানকে নিয়ে ৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন বাবর।

৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। হাসিবুল্লাহর (১৯ বলে ২৪) পর দ্রুত বিদায় নেন উসমান খান (৪ বলে ৩) ও মোহাম্মদ রিজওয়ানের বিশ্রামে দলকে নেতৃত্ব দেওয়া সালমান আগা (৯ বলে ১)।

এরপর ইরফান খানকে নিয়ে ২১ রানে জুটি গড়ে বিদায় নেন বাবর। ২৮ বলে সর্বোচ্চ ৪১ রান করেন এই ওপেনার। ১ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় তারা। শেষ ৩ উইকেট হারায় ১ রানের ব্যবধানে। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ১২ বলে ১৬ রানে একশ পার করতে পারে পাকিস্তান।

৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার হার্ডি। ৪ ওভারে স্রেফ ১১ রান দিয়ে ২ উইকেট নেন জাম্পা। জনসন ২টি শিকার ধরেন ২৪ রানের বিনিময়ে।ই

মন্তব্য করুন