
অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ ৪জনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ৪ জনের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজের নাম জানা গেছে। অপর ২জনের নাম জানা যায়নি।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আনতে জেলা পুলিশের একটি টিম চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করেছে।আ